আফগানিস্তানে সরকার গঠন বিষয়ে সাবেক প্রেসিডেন্ট হামিদ কারজাইয়ের সাথে আলোচনা করেছেন তালেবান নেতারা। খবর ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের।
তালেবান সূত্রে জানা যায়, বুধবার (১৮ আগস্ট) কারজাইয়ের সাথে সাক্ষাৎ করেছেন তালেবান কমান্ডার এবং হাক্কানি নেটওয়ার্কের সিনিয়র নেতা আনাস হাক্কানি।
হাক্কানি নেটওয়ার্ক তালেবানের গুরুত্বপূর্ণ অংশীদার। পাকিস্তান সীমান্তভিত্তিক এ নেটওয়ার্কটির বিরুদ্ধে আফগানিস্তানে সাম্প্রতিক কয়েকটি বড় প্রাণঘাতী হামলার অভিযোগ রয়েছে।
রোববার (১৫ আগস্ট) আফগানিস্তানের রাজধানী কাবুলের নিয়ন্ত্রণ তালেবানের হাতে যাওয়ার পর নিজের তিন মেয়েকে সঙ্গে নিয়ে একটি ভিডিওবার্তা প্রকাশ করেছিলেন দেশটির সাবেক প্রেসিডেন্ট হামিদ কারজাই। ভিডিওতে তিনি আফগানিস্তানের জনগণের সুরক্ষা নিশ্চিত করতে সরকারি বাহিনী ও তালেবান উভয়ের প্রতি আহ্বান জানান।
ভিডিওতে তিনি বলেন, মেয়েদের নিয়ে আমি কাবুলে আছি। আর আমি তালেবানকে মানুষের সুরক্ষা ও নিরাপত্তা প্রদানের আহ্বান জানাচ্ছি।
উল্লেখ্য, ২০০১ সালে মার্কিন নেতৃত্বাধীন বাহিনীর হামলায় তালেবান সরকার ক্ষমতাচ্যুত হওয়ার পর আফগানিস্তানের প্রেসিডেন্ট মনোনীত হন হামিদ কারজাই। যুক্তরাষ্ট্রের সমর্থনে ২০১৪ সাল পর্যন্ত ক্ষমতায় ছিলেন তিনি।
Leave a reply