গাজীপুরে জন্মেছে দুই মাথা, চার চোখের বাছুর (ভিডিও)

|

ছবি: সংগৃহীত

গাজীপুরের জয়দেবপুরে ভিন্ন ধরনের এক বাছুরের জন্ম হয়েছে। দুই মাথা ও চার চোখের বাছুরটি জন্ম নেয়ার পর থেকেই এলাকার মানুষ সেটি দেখতে ভিড় জমাচ্ছেন।

গেলো সোমবার সিটি করপোরেশনের মারিয়াল এলাকায় আসলাম উদ্দীনের খামারে জন্ম নেয় অদ্ভুত এ বাছুরটি। এরপর থেকেই এর দুই মাথা আর চার চোখের খবর পেয়ে ভিড় জমাচ্ছেন দর্শনার্থীরা।

বাছুরটির মালিক জানান, বছর দুই আগে কিশোরগঞ্জ থেকে ২ লাখ ৪০ হাজার টাকা দিয়ে একটি গাভি কিনেছিলেন তিনি। গাভিটি দুই মাথা, দুই মুখ ও চার চোখবিশিষ্ট বাছুরটি প্রসব করে। জন্মের পর থেকে বাছুরকে মা থেকে আলাদা রাখা হয়েছে। কৌতূহল মেটাতে দর্শনার্থীদের জন্য খামারটি উন্মুক্ত করেছেন তিনি।

ভিডিওটি দেখতে ক্লিক করুন

এনএনআর/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply