পরিস্থিতি শান্ত থাকায় বরিশালে আপাতত বিজিবি নামানো হচ্ছে না: বিভাগীয় কমিশনার

|

পরিস্থিতি শান্ত থাকায় আপাতত বিজিবি নামানো হচ্ছে না বলে জানিয়েছেন বরিশালের বিভাগীয় কমিশনার।

পরিস্থিতি শান্ত থাকায় বরিশালে আপাতত বিজিবি নামানো হচ্ছে না বলে জানিয়েছেন বরিশালের বিভাগীয় কমিশনার মো. সাইফুল হাসান বাদল।

বরিশালের বিভাগীয় কমিশনার বলেন, গতকাল বৃহস্পতিবার (১৯ আগস্ট) ১০ প্লাটুন বিজিবি চেয়ে আবেদন করেছিল জেলা প্রশাসন। তারা প্রস্তুত আছে। প্রয়োজন হলে সাড়া দেবে।

এদিকে বরিশাল নগরীতে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। সতর্ক অবস্থানে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। গত রাতে বিভিন্ন স্থানে যৌথ অভিযান চালিয়েছে র‍্যাব ও পুলিশ।

উল্লেখ্য, বুধবার (১৮ আগস্ট) রাতে বরিশাল সদর উপজেলা চত্বরে ব্যানার ও পোস্টার অপসারণকে কেন্দ্র করে নির্বাহী কর্মকর্তার সরকারি বাসভবনে হামলার ঘটনা ঘটে। এর জেরে আনসার এবং পুলিশের সাথে সিটি করপোরেশনের কর্মী ও আওয়ামী লীগ নেতাকর্মীদের সংঘর্ষ হয়। এতে ৫ জন গুলিবিদ্ধসহ আহত হয় অনেকে। এ ঘটনায় সিটি মেয়র সাদিক আব্দুল্লাহকে প্রধান আসামি করে দু’টি মামলা হয়েছে। গতকাল গ্রেফতার ১৩ জনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply