Site icon Jamuna Television

রিয়াল মাদ্রিদের দোকানে ডাকাতি

ছবি: সংগৃহীত

স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদের অফিসিয়াল দোকানে ডাকাতি হয়েছে। গত বৃহস্পতিবার (১৯ আগস্ট) স্থানীয় সময় ভোর ৬টায় এই ঘটনা ঘটে বলে জানিয়েছে স্প্যানিশ দৈনিক মার্কা।

ভোরবেলা একদল ডাকাত রিয়াল মাদ্রিদের স্টেডিয়াম সান্তিয়াগো বার্নাব্যুতে অবস্থিত এই দোকানের সদর দরজা দিয়ে প্রবেশ করে। তারা সাথে করে তিনটি গাড়ি নিয়ে এসেছিল।

একজন লোক এই ডাকাত দলকে দেখতে পেয়ে বিশেষ নিরাপত্তা নম্বরে ফোন করে কর্তৃপক্ষকে ঘটনাটি সম্পর্কে অবগত করে। এর মধ্যেই ডাকাতেরা রিয়ালের অফিসিয়াল জার্সি, ট্র্যাক সুট, ক্লাব ব্র্যান্ডেড অন্যান্য সামগ্রী, স্যুভেনির- যেটা যতটুকু পারা যায় তা দিয়ে তিনটি গাড়ি ভর্তি করে ফেলে।

ডাকাত দলের অবস্থান এখনও শনাক্ত করা যায়নি বলে জানিয়েছে মার্কা।

Exit mobile version