নারায়ণগঞ্জে বিস্ফোরণে বন্ধ হওয়া সেই মসজিদটি খুলে দেয়ার দাবি এলাকাবাসীর

|

মসজিদটি খুলে দেয়ার দাবিতে স্থানীয়দের মানববন্ধন।

নারায়ণগঞ্জ প্রতিনিধি:

নারায়ণগঞ্জের ফতুল্লার তল্লা এলাকায় বাইতুস সালাত জামে মসজিদে ভয়াবহ বিস্ফোরণে বন্ধ হওয়া মসজিদটি খুলে দেয়ার দাবি জানিয়েছে স্থানীয় এলাকাবাসী। শুক্রবার (২০ আগস্ট) দুপুরে জুম্মার নামাজের পর মসজিদের সামনে স্থানীয় মুসুল্লি ও এলাকাবাসী আয়োজিত মানববন্ধনে এই দাবি জানানো হয়।

এ সময় বক্তারা বলেন, বিস্ফোরণের ঘটনার পর থেকে মসজিদটি বন্ধ রাখায় ভেতরে দীর্ঘদিন যাবত পানি জমে মেঝে স্যাঁতস্যাঁতে হয়ে গেছে ও জরাজীর্ণ অবস্থা সৃষ্টি হয়েছে। দ্রুত সংস্কার করা না হলে মসজিদটি নামাজের অনুপযোগী ও ঝুঁকিপূর্ণ হয়ে যাবে। এছাড়া মুসুল্লিদেরও নামাজ আদায়ে ব্যাঘাত ঘটছে। তাই আগামী মঙ্গলবারের মধ্যে তিতাসের তদন্ত কমিটিকে পূর্ণাঙ্গ প্রতিবেদন দাখিলসহ আগামী শুক্রবারের (২৭ আগস্ট) মধ্যে মসজিদটি মুসুল্লিদের নামাজের জন্য খুলে দিতে জেলা প্রশাসনের কাছে দাবি জানান তারা।

এ ব্যাপারে মানববন্ধন থেকে সরকারের উচ্চ পর্যায়ের সহযোগিতাও কামনা করা হয়। অন্যথায়, তিতাস অফিস ঘেরাওসহ কঠোর কর্মসূচী ঘোষণা করা হবে বলেও এলাকাবাসী হুঁশিয়ারি দেন।

মানববন্ধন কর্মসূচীতে বক্তব্য রাখেন, মসজিদের নিহত ইমাম আব্দুল মালেক নেছারির দুই ছেলেসহ স্থানীয় ব্যক্তিবর্গ। মানববন্ধন শেষে দুর্ঘটনায় নিহতদের রুহের মাগফেরাত কামনা করে দোয়া করা হয়।

/এস এন


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply