মর্গে মৃত নারীদের ধর্ষণ, সেই মুন্না ভগতের বিরুদ্ধে চার্জশিট

|

ঢাকার সোহরাওয়ার্দী হাসপাতালের মর্গে মৃত নারীদের ধর্ষণ করার অভিযোগে গ্রেফতার মুন্না ভগতের বিরুদ্ধে পৃথক দুই মামলায় আদালতে চার্জশিট দাখিল করা হয়েছে।

শুক্রবার (২০ আগস্ট) তার বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করেছে পুলিশ। গত বছরের ১৯ নভেম্বর রাতে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ, সিআইডি তাকে গ্রেফতার করে। পর দিন ২০ নভেম্বর ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মামুনুর রশিদের আদালতে সে দোষ স্বীকার করে জবানবন্দি দেয়।

মুন্না ভগতকে গ্রেফতার করে সিআইডি জানিয়েছিল, সোহরাওয়ার্দী হাসপাতালে ময়নাতদন্তের জন্য মর্গে আনা মৃত নারীদের ধর্ষণ করতো মুন্না। তারা আরও জানায়, কয়েক বছর ধরেই সে মৃত নারীদের ধর্ষণ করে আসছিল। একটি অভিযোগ পেয়ে মুন্নার বিষয়ে অনুসন্ধান শুরু করে সিআইডি। পরে প্রাথমিক অনুসন্ধানে ঘটনার সত্যতা পাওয়ায় মুন্নাকে গ্রেফতার করে তারা।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply