একুশে আগস্টের গ্রেনেড হামলা মামলার রায় দ্রুতই কার্যকর করা হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
শুক্রবার (২০ আগস্ট) একুশে আগস্ট গ্রেনেড হামলা দিবস উপলক্ষ্যে দেয়া এক বাণীতে তিনি এ আশা প্রকাশ করেন। প্রধানমন্ত্রী বলেন, ২১ আগস্ট দেশের ইতিহাসের কলঙ্কময় দিন। রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে বিএনপি-জামায়াত সরকার এই মামলা ভিন্নখাতে প্রবাহিত করার চেষ্টা করলেও সত্য চাপা রাখা যায়নি। এই মামলার রায় কার্যকরের মাধ্যমে দেশ থেকে হত্যা, সন্ত্রাস ও জঙ্গীবাদের চির অবসান হবে বলেও বাণীতে উল্লেখ করেন প্রধানমন্ত্রী।
বাণীতে তিনি আরও বলেন, জঙ্গিবাদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করা হয়েছে। স্বাধীনতাবিরোধী সাম্প্রদায়িক গোষ্ঠী এবং উন্নয়ন ও গণতন্ত্রবিরোধী চক্র এখনও নানাভাবে সোচ্চার আছে। এসব অপশক্তির অপতৎপরতা মোকাবেলায় জনগণকে সব সময় প্রস্তুত থাকার আহ্বান জানান প্রধানমন্ত্রী।
Leave a reply