একুশে আগস্ট গ্রেনেড হামলা মামলার রায় দ্রুতই কার্যকর করা হবে: প্রধানমন্ত্রী

|

প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ফাইল ছবি

একুশে আগস্টের গ্রেনেড হামলা মামলার রায় দ্রুতই কার্যকর করা হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শুক্রবার (২০ আগস্ট) একুশে আগস্ট গ্রেনেড হামলা দিবস উপলক্ষ্যে দেয়া এক বাণীতে তিনি এ আশা প্রকাশ করেন। প্রধানমন্ত্রী বলেন, ২১ আগস্ট দেশের ইতিহাসের কলঙ্কময় দিন। রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে বিএনপি-জামায়াত সরকার এই মামলা ভিন্নখাতে প্রবাহিত করার চেষ্টা করলেও সত্য চাপা রাখা যায়নি। এই মামলার রায় কার্যকরের মাধ্যমে দেশ থেকে হত্যা, সন্ত্রাস ও জঙ্গীবাদের চির অবসান হবে বলেও বাণীতে উল্লেখ করেন প্রধানমন্ত্রী।

বাণীতে তিনি আরও বলেন, জঙ্গিবাদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করা হয়েছে। স্বাধীনতাবিরোধী সাম্প্রদায়িক গোষ্ঠী এবং উন্নয়ন ও গণতন্ত্রবিরোধী চক্র এখনও নানাভাবে সোচ্চার আছে। এসব অপশক্তির অপতৎপরতা মোকাবেলায় জনগণকে সব সময় প্রস্তুত থাকার আহ্বান জানান প্রধানমন্ত্রী।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply