রাজধানীর বনানীর চেয়ারম্যানবাড়ি এলাকায় অবস্থিত আনন্দ টিভির ভবনের গোডাউনে আগুন লেগেছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। সেখানে আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১৪টি ইউনিট কাজ করছে।
শনিবার (২১ আগস্ট) সকাল ৯টার কাছাকাছি সময়ে আগুনের সূত্রপাত হয়। তবে কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে তা প্রাথমিকভাবে জানা যায়নি।
ভবনে কর্মরত একজন জানিয়েছেন, ভবনটিতে একটি প্রতিষ্ঠানের রাসায়নিক গুদাম আছে।
ফায়ার সার্ভিসের পক্ষ থেকে জানানো হয়, সকাল ৯টা ১০ মিনিটে আমরা আগুনের খবর পাই। এরপর বনানী ফায়ার স্টেশন থেকে ১০টা ১৪ মিনিটে ৪টি ইউনিট সেখানে পৌঁছায়। এবং পালাক্রমে তেঁজগাও ও কুর্মিটোলা স্টেশন থেকে আরও ১০টি ইউনিট আগুন নিয়ন্ত্রণের কাজে যোগ দেয়।
সরেজমিনে দেখা যায়, প্রচন্ড ধোঁয়া সৃষ্টি হওয়ার কারণে ফায়ার সার্ভিসের কর্মীদের আগুন নেভাতে প্রচুর বেগ পেতে হচ্ছে। ধোঁয়ার পরিমাণ বেশি হওয়ায় ঠিকভাবে পানি পৌঁছানো যাচ্ছে না।
সর্বশেষ খবর অনুযায়ী- আগুন এখনও নিয়ন্ত্রণে আসেনি। এছাড়া কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
Leave a reply