৪ ঘণ্টায়ও নিয়ন্ত্রণে আসেনি বনানীর আগুন

|

রাজধানীর চেয়ারম্যানবাড়ি এলাকায় আগুন।

৪ ঘণ্টায়ও নিয়ন্ত্রণে আসেনি বনানীর চেয়ারম্যানবাড়ি রোডে অবস্থিত আনন্দ টিভির ভবনে লাগা আগুন। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১৫টি ইউনিট ও বিমান বাহিনীর দীর্ঘ সময় চেষ্টা চালিয়ে যাচ্ছে। বিষয়টি জানিয়েছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) মেয়র মো. আতিকুল ইসলাম।

শনিবার (২১ আগস্ট) সকাল ৯টার কাছাকাছি সময়ে আগুনের সূত্রপাত হয়। তবে কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে তা প্রাথমিকভাবে জানা যায়নি।

ফায়ার সার্ভিসের পক্ষ থেকে জানানো হয়, সকাল ৯টা ১০ মিনিটে আমরা আগুনের খবর পাই। এরপর বনানী ফায়ার স্টেশন থেকে ১০টা ১৪ মিনিটে ৪টি ইউনিট সেখানে পৌঁছায়। পরবর্তীতে পালাক্রমে তেঁজগাও ও কুর্মিটোলা স্টেশন থেকে আরও ১০টি ইউনিট আগুন নিয়ন্ত্রণের কাজে যোগ দেয়।

সরেজমিনে দেখা যায়, প্রচন্ড ধোঁয়া সৃষ্টি হওয়ার কারণে ফায়ার সার্ভিসের কর্মীদের আগুন নেভাতে প্রচুর বেগ পেতে হচ্ছে। ধোঁয়ার পরিমাণ বেশি হওয়ায় ঠিকভাবে পানি পৌঁছানো যাচ্ছে না। এছাড়াও, ভবনে কর্মরত একজন জানিয়েছেন, ভবনটিতে একটি প্রতিষ্ঠানের রাসায়নিক গুদাম আছে।

এদিকে চেয়ারম্যানবাড়ি এলাকার পরিস্থিতি পর্যবেক্ষণে গিয়ে মেয়র আতিকুল ইসলাম জানান, চেয়ারম্যানবাড়ি এলাকায় অবস্থিত সকল ব্যবসা প্রতিষ্ঠানের ট্রেড লাইসেন্স স্থগিত করা হয়েছে। আনন্দ টিভির ভবনে আগুন লাগায় এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে। এবং পরবর্তীতে ট্রেড লাইসেন্স পুনরায় নবায়ন করতে হলে বিল্ডিং কোড মেনে আবেদন করতে হবে।

সর্বশেষ খবর অনুযায়ী, কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply