গাজীপুরের টঙ্গিতে একটি কয়েল কারখানা আগুনে পুড়েছে। ফায়ার সার্ভিসের পাঁচটি প্রায় তিন ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও জানা যায়নি।
আরও পড়ুন: ৪ ঘণ্টায়ও নিয়ন্ত্রণে আসেনি বনানীর আগুন
টঙ্গী ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মো. ইকবাল হাসান জানান, টঙ্গী পশ্চিম থানার তিলারগাতি এলাকায় রাত দুইটা নাগাদ অগ্নিকাণ্ডের খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে যান তারা।
এ সময় টঙ্গী ফায়ার সার্ভিসের ৩টি, উত্তরা থেকে ১টি ও ডিআইটি জোনের ১টি সহ মোট ৫টি ইউনিট আগুন নেভানোর কাজ শুরু করে। প্রায় তিন ঘণ্টার চেষ্টায় সেটি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।
এনএনআর/
Leave a reply