দারুণ জয় দিয়ে লা লিগার নতুন মৌসুম শুরু করা বার্সেলোনা দ্বিতীয় ম্যাচে এসেই হোঁচট খেলো। অ্যাটলেটিকো বিলবাও এর সাথে ১-১ গোলে ড্র করেছে কোম্যানের দল।
এদিন প্রতিপক্ষের মাঠে প্রথমার্ধে গোল আদায় করে নিতে ব্যর্থ হয় কাতালানরা। তবে, ম্যাচে এগিয়ে যাবার দারুণ কিছু সুযোগ পেয়েছিল বার্সা। কিন্তু ফাঁকা পোস্ট পেয়েও ফরোয়ার্ডদের ব্যর্থতায় গোল পায়নি তারা।
উল্টো কাতালানদের দুর্বল রক্ষণের সুযোগ নিয়ে একাধিকবার লিড নেয়ার সুযোগ তৈরি করে বিলবাও। ৫০ মিনিটে সাফল্যও আসে তাদের। মার্টিনেজের গোলে এগিয়ে যায় স্বাগতিকরা।
গোলের জন্য মরিয়া বার্সেলোনা সমতা ফেরায় ৭৫ মিনিটে। ডিপাই এর গোলে ম্যাচে ফেরে কাতালানরা। শেষ পর্যন্ত আর কোনো গোল না হওয়ায় ড্র নিয়েি মাঠ ছাড়তে হয় দুই দলকে।
/এস এন
Leave a reply