Site icon Jamuna Television

কাবুল বিমানবন্দরে আইএসের হামলার আশঙ্কা যুক্তরাষ্ট্রের

নাগরিকদের উদ্ধারে বিকল্প উপায় পরিকল্পনা করা হচ্ছে। ছবি: সংগৃহীত

কাবুল বিমানবন্দরে নিরাপত্তা ঝুঁকি সংক্রান্ত সতর্কতা জারি করেছে যুক্তরাষ্ট্র। নিজ দেশের নাগরিকদের কাবুল বিমানবন্দর এড়িয়ে চলার পরামর্শ দিয়েছে ওয়াশিংটন।

শনিবার (২১ আগস্ট) প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিবৃতিতে নিষিদ্ধ জঙ্গি সংগঠন ইসলামিক স্টেটের (আইএস) হামলার আশঙ্কা জানানো হয়।

প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, বিকল্প উপায়ে তাদের উদ্ধারের পরিকল্পনা করা হচ্ছে। মার্কিনি ও আফগানদের অনেকে বিমানবন্দরে যাবার পথে মারধরসহ হয়রানির শিকার হয় বলেও জানায় দেশটি।

তবে আইএসের হামলার শঙ্কা নিয়ে বিস্তারিত কিছু জানায়নি পেন্টাগন। প্রকাশ্যে কোনো হুমকিও দেয়নি গোষ্ঠীটি। পেন্টাগনের বিবৃতিতে জানানো হয়, এ পর্যন্ত আড়াই হাজার মার্কিনীসহ ১৭ হাজার মানুষকে সরিয়ে নিয়েছে দেশটি। কাবুল বিমানবন্দরের পরিস্থিতি নিয়ে সতর্ক করেছে জার্মানি ও সুইজারল্যান্ডও

Exit mobile version