ফুটবল মাঠে প্রায়ই দেখা যায় খেলোয়াড়রা একে অপরের দিকে তেড়ে আসছেন, উত্তপ্ত বাক্য বিনিময় হচ্ছে এমনকি মাঝে মাঝে হাতাহাতিতেও জড়িয়ে পড়তে দেখা যায়। এবার মাঠে হাতাহাতির পর প্রতিপক্ষের সমর্থকদের সাথেও হাতাহাতিতে জড়িয়েছে শেখ জামাল ধানমন্ডি ক্লাবের ফুটবলাররা।
বাংলাদেশ প্রিমিয়ার লিগে ব্রাদার্সের সাথে ম্যাচ শেষে এই সংঘর্ষের ঘটনা ঘটে।
খেলার শেষ মিনিটে এক দফায় হাতাহাতির পর খেলা শেষে গ্যালারিতে থাকা দর্শকদের সাথেও সংঘর্ষে জড়িয়ে পরে শেখ জামাল ধানমন্ডি ক্লাবের ফুটবলাররা। যেখানে গোটা স্টেডিয়ামে ছিল না কোনো নিরাপত্তা বাহিনী।
এদিন প্রিমিয়ার লিগের দুটি খেলাই গোলশূন্য ড্র হয়েছে। যেখানে রানার্স আপ হয়ে পরের বছরের এএফসি কাপের প্লে অফে টিকে থাকতে লড়েছে শেখ জামাল ধানমন্ডি ক্লাব ও আবাহনী। ব্রাদার্সের সাথে এই ম্যাচে জয় পেলে লিগ রানার্স আপ হওয়া অনেকটাই নিশ্চিত হয়ে যেতো বেঙ্গল ইয়োলোদের। কিন্তু মাঠের লড়াইয়ে তা সম্ভব হয়নি আগেই অবনমন হওয়া ব্রাদার্স তাদের রুখে দেয়ায়। দিনের আরেক ম্যাচে গোলশূন্য ড্র করেছে রহমতগঞ্জ আর মুক্তিযোদ্ধা সংসদ।
Leave a reply