স্টাফ রিপোর্টার, নেত্রকোণা:
পাওনা ২০ টাকা চাওয়ায় মোশারফ হোসেন (২২) নামের এক ব্যাটারি চালিত অটোরিকশা চালককে মারধর করা হয়েছে। এর দুই দিন পর মারধরের শিকার মোশারফের মৃত্যু হয়।
বৃহস্পতিবার (১৯ আগস্ট) নেত্রকোণা জেলার দুর্গাপুর উপজেলায় মারধরের ঘটনাটি ঘটে। গতকাল শনিবার (২১ আগস্ট) স্থানীয় কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর সময় শনিবার রাত ৯ টার দিকে মারা যান তিনি। ভুক্তভোগী। নিহত অটোরিকশা চালক মোশারফ ওই উপজেলার বাকলজোড়া ইউনিয়নের পাইকপাড়া গ্রামের মতি মিয়ার ছেলে। মারধরের অভিযুক্ত মো. নুর জামাল (২৪) একই উপজেলার বরজান গ্রামের মৃত ফটিক মিয়ার ছেলে। তিনিও পেশায় একজন অটোরিকশা চালক।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার দুপুর ২টার দিকে পাইকপাড়া মোড়ে নুর জামালের সাথে মোশারফের দেখা হয়। এসময় অটোরিকশা ভাড়া বাবদ ২০ টাকা চাওয়াকে কেন্দ্র করে তর্ক-বিতর্ক হয়। এক পর্যায়ে নুর জামাল মোশারফের ঘাড়ে এলোপাথাড়ি আঘাত করে। আঘাতের স্থানে ব্যথা ও যন্ত্রণা নিয়ে বাড়িতেই রাত্রি যাপন শেষে পরের দিন শুক্রবার দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা নেন।
পরবর্তীতে মোশারফ আবারও অসুস্থ হয়ে পড়লে গত শনিবার রাত ৭টার দিকে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ফের নিয়ে যাওয়া হয়। এসময় অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেলে প্রেরণ করে।
দুর্গাপুর থানার ওসি মো. শাহনুর-এ আলম জানান, খবর পেয়ে পুলিশ হাসপাতালে মৃতের সুরতহাল প্রতিবেদন তৈরি করেছে। ময়নাতদন্তের জন্য মরদেহ রোববার নেত্রকোনা আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠানো হবে। নিহতের পরিবারের পক্ষ থেকে এখনও অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে সেই মোতাবেক আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
Leave a reply