ইসরায়েলকে আরব লিগের হুঁশিয়ারি

|

ইসরায়েলর জেরুজালেমে অবস্থিত ফিলিস্তিনিদের ওপর হামলা এবং আল-আকসা মসজিদে মুসল্লিদের নির্যাতন বন্ধে ইসরায়েলকে হুঁশিয়ার করেছে আরব লিগ। খবর সৌদি গ্যাজেটের।

শনিবার (২১ আগস্ট) আল-আকসায় অগ্নিসংযোগের ৫২তম বার্ষিকী উপলক্ষে প্রকাশ করা এক বিবৃতিতে আরব লিগ এ হুঁশিয়ারি দেয়।

বিবৃতিতে বলা হয়, ফিলিস্তিনি এবং আল-আকসায় সব ধরনের অপরাধ কর্মকাণ্ড এবং অবৈধ দখলদারিত্ব অবিলম্বে বন্ধ করতে হবে।

এর আগে চলতি মাসের শুরুর দিকে লেবাননে হামলার বিষয়ে ইসরায়েলকে সতর্ক করেছিল আরব লিগ। তখন আরব লিগ বলেছে, ইসরায়েলের নতুন প্রধানমন্ত্রী নাফতালি বেনেটর নেতৃত্বাধীন প্রশাসন হামলা চালিয়ে নিজেদের শক্তি প্রদর্শন করছে। এ অবস্থায় বড় ধরনের সংঘাতে না জড়ানোর জন্য লেবাননের বিভিন্ন সংগঠনের প্রতিও আরব লিগ আহ্বান জানিয়েছে। পাশাপাশি লেবাননের চলমান রাজনৈতিক অর্থনৈতিক সংকট মোকাবিলায় আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা চাওয়া হয়।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply