সরকার এত টাকা খরচ করছে, তবুও দুর্নামের ভাগিদার হতে হচ্ছে, মন্তব্য করে সড়ক ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের প্রকল্প পরিচালকদের কাছে জানতে চেয়েছেন, গাজীপুর-এলেঙ্গা সড়কের কাজ কেন শেষ হচ্ছে না?
রোববার (২২ আগস্ট) এসএএসইসি সংযোগ সড়ক প্রকল্পের চুক্তিসাক্ষর অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে এই জবাবদিহিতা চান মন্ত্রী। তিনি বলেন, প্রধানমন্ত্রী যেভাবে বলবেন সেভাবে করতে হবে। সময়মত কাজ করতে হবে। শুধু ভিডিও প্রেজেন্টেশন করলেই হবে না। প্রয়োজনে প্রকল্প পরিচালকও পরিবর্তন করতে হবে।
এলেঙ্গা থেকে বঙ্গবন্ধু সেতু ও হাটিকুমরুল ইন্টারসেকশন দুই প্রকল্পের জন্য আজ চুক্তি সই হয়েছে। এতে ব্যয় ধরা হয়েছে ১৬ হাজার ৬৬২ কোটি টাকা। ৩ বছরের মধ্যে প্রকল্পের কাজ শেষ করার নির্দেশ দেয়া হয়েছে বলে জানিয়েছেন ওবায়দুল কাদের।
Leave a reply