‘হুমকির মুখে’ শেষ পর্যন্ত উন্মুক্তস্থানে ক্লাস নেননি চবির সেই শিক্ষক

|

ক্লাসে অংশ নিতে না পেরে চলে যাচ্ছেন শিক্ষার্থীরা।

দীর্ঘদিন শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকার প্রতিবাদে উন্মুক্ত স্থানে ক্লাস নেয়ার ঘোষণা দিয়েও শেষ পর্যন্ত তা নিতে পারেননি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক মাইদুল ইসলাম।

রোববার (২২ আগস্ট) তার ক্লাসটি নেয়ার কথা ছিল তার।

সম্প্রতি সমাজবিজ্ঞান বিভাগের এই সহকারী অধ্যাপক তার এক ফেসবুক স্ট্যাটাসে উন্মুক্ত স্থানে ক্লাস নেয়ার ঘোষণা দেন। সে অনুযায়ী, আজ সকাল ১১টায় ক্যাম্পাসে সেটির প্রস্তুতি নিলে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তাকে তা নিতে মানা করেন বলে জানান তিনি।

শিক্ষক মাইদুল ইসলাম জানান, তাকে শুধু ক্লাস নিতেই মানা করা হয়নি, এ নিয়ে বিভিন্নভাবে তাকে হুমকিও দেয়া হয়েছে। তাই নিরাপত্তার স্বার্থে শেষ পর্যন্ত তিনি উন্মুক্তস্থানে ক্লাসটি নেননি।

তিনি বলেন, কাল থেকে মুহুর্মুহু কল, আমার নামে চিঠি ইস্যু করাসহ বিভিন্ন বাধার কারণে নিরাপত্তার স্বার্থে আমার ক্লাসটি আজ নেইনি। বাইরে সব খোলা রেখে করোনার কথা বলে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখা কোনোভাবে যৌক্তিক হতে পারে না।

/এস এন


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply