পিছিয়ে পড়েও ম্যাসন গ্রিনউডের গোলে সাউদাম্পটনের সাথে ১-১ গোলে ড্র করেছে ওলে গানার সুলশারের ম্যানচেস্টার ইউনাইটেড। তবে এই ম্যাচে ফুটে উঠেছে ডিফেন্সিভ মিডফিল্ডে তাদের দুর্বলতা।
টানা সাতাশ ম্যাচ অপরাজিত ম্যানচেস্টার ইউনাইটেড। সাউদাম্পটন আবারও ম্যাচে গিয়ে গিয়েও জয় পেল না। কিন্তু প্রথম ম্যাচে লিডসের বিপক্ষে ৫-১ গোলের দুর্দান্ত জয়ের ধারায় ছেদ পড়লো রেড ডেভিলদের। ম্যাচের শুরু থেকেই সাউদাম্পটনের আক্রমণের তোড়ে খুঁজে পাওয়া যাচ্ছিল না ইউনাইটেডকে। সেই ধারায়ই ম্যাচের ৩০ মিনিটে ম্যান ইউ মিডফিল্ডার ফ্রেডের আত্মঘাতী গোলে এগিয়ে যায় সাউদাম্পটন। প্রথমার্ধে পিছিয়ে থেকে দ্বিতীয়ার্ধে খেলা শুরু করে ম্যান ইউ। আবারও রক্ষাকর্তা হয়ে আসেন তাদের মিডফিল্ড জুটি ব্রুনো ফার্নান্দেজ ও পল পগবা। এই দুজনের যুগলবন্দি থেকে বল পেয়ে ম্যাচে সমতা আনেন ম্যাসন গ্রিনউড।
এরপর দু’দলের সামনেই এসেছিল এগিয়ে যাওয়ার সুযোগ। কিন্তু অ্যাডাম আর্মস্ট্রংকে দারুণ সেভে গোলবঞ্চিত করেন ডেভিড ডি গিয়া। অবশেষে পয়েন্ট ভাগাভাগিতেই সন্তুষ্ট থাকতে হয় দু’দলকে। তবে ম্যাচটিতে প্রকটভাবে ফুটে উঠেছে রেড ডেভিলদের দুর্বলতা। ডিফেন্সিভ মিডফিল্ডে নেমানিয়া মাতিচ ও ফ্রেডের জুটি তেমন একটা কার্যকর না হওয়ায় ভুগতে হয়েছে তাদের। তাই গ্রিনউডের গোলটিও তিন পয়েন্ট পাওয়ার জন্য যথেষ্ট ছিল না রেড ডেভিলদের।
Leave a reply