সিমন ক্লার্ক ও উইল লিউসের সদ্য প্রকাশিত একটি বইয়ে দাবি করা হয়েছে, পাকিস্তানি ব্যবসায়ী আরিফ নাকভি মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা বিল গেটসকে বোকা বানিয়ে ১০০ মিলিয়ন ডলার হাতিয়ে নিয়েছিলেন। অবশ্য বিল গেটস একাই নন, আরিফের প্রতারণার শিকার হয়েছেন আরও অনেক ধনী এবং ক্ষমতাধর ব্যক্তি।
আবরাজ গ্রুপ নামক একটি বেসরকারি সমবায় প্রতিষ্ঠানের সাবেক প্রধান আরিফ বিশ্বের শীর্ষ ধনীদের কাছ থেকে জনকল্যাণমূলক কাজের কথা বলে অর্থ সংগ্রহ করতেন। তিনি সময় কাটাতেন ধনী ও ক্ষমতাধর ব্যক্তিদের সাথে। যার মধ্যে আছে বিল গেটস, বিল ক্লিনটন এবং গোল্ডম্যান স্যাকসের সাবেক সিইও লয়েড ব্ল্যাঙ্কফেইনের মতো ব্যক্তিরাও।
দাভোস এবং অন্যান্য বেশ কিছু সম্মেলনে বিল গেটসের সাথে আরিফের আলাপ হয় বলে বইটিতে দাবি করা হয়েছে। সেখানে বিল গেটসের সাথে লম্বা সময় আলোচনা করেন আরিফ। দুজনেই একমত হন যে, পাকিস্তানের পরিবার পরিকল্পনা কর্মসূচির জন্য তাদের একত্রে কাজ করা উচিত। বিল গেটস আরিফের কোথায় এতোটাই মুগ্ধ হন যেন তিনি এমন কারও সাথেই পরিচিত হতে চাচ্ছিলেন। এর পর গেটস ফাউন্ডেশন আরিফের প্রতিষ্ঠানের জন্য ১০০ মিলিয়ন ডলার অনুদান দেয় যাতে পাকিস্তানে মার্কেট, হাসপাতাল ও ক্লিনিক প্রতিষ্ঠা করা হয়।
এমনভাবেই শীর্ষ ধনীদেরকে প্রতারিত করে বড় অঙ্কের অর্থ সংগ্রহ করে তা আত্মসাৎ করেছেন আরিফ, বলা হয়েছে সিমন ক্লার্ক ও উইল লিউসের সদ্য প্রকাশিত বইয়ে।
বইটিতে বলা হয়েছে, বেশ কয়েকজন শীর্ষ ধনীর কাছ থেকে জনকল্যাণের কথা বলে প্রায় ৭৮০ মিলিয়ন মার্কিন ডলার সংগ্রহ করেছিলেন আরিফ নাকভি। কিন্তু সেই তহবিলের ৩৮৫ মিলিয়ন ডলার ব্যয়ের কোনো হিসাব পাওয়া যায়নি।
অবশেষে, ২০১৯ সালের ১০ এপ্রিল তারিখে প্রতারণার অভিযোগে লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে গ্রেফতার করা হয় আরিফ নাকভিকে। তার বিরুদ্ধ আনীত অভিযোগ প্রমাণিত হওয়ার তাকে কারাদণ্ড দেয় আদালত।
Leave a reply