কাবুল বিমানবন্দর এলাকায় বিশৃঙ্খলা এড়াতে দফায়-দফায় ফাঁকা গুলি ছুঁড়ছে তালেবান; করছে লাঠিচার্জও। দেশত্যাগে ইচ্ছুকদের লাইনে দাঁড় করিয়ে শৃঙ্খলা ফেরাতে বিমানবন্দর এলাকায় কাজ করছে তালেবান।
রাতভর এয়ারপোর্টের বাইরে অপেক্ষায় ছিলেন হাজার-হাজার মানুষ। খোলা আকাশের নিচে রাত্রিযাপন তৈরি করেছে মানবিক সংকট। পরিস্থিতি নিয়ন্ত্রণ এবং সহযোগিতায় সীমান্ত দেয়ালের বাইরে টহল বাড়িয়েছে মার্কিন ও ব্রিটিশ সেনারাও।
এদিকে আটকা পড়াদের উদ্ধারে বাণিজ্যিক বিমানের সংখ্যা বৃদ্ধির ঘোষণা দিয়েছে পেন্টাগন। রোববার এক বিবৃতিতে মার্কিন প্রতিরক্ষা দফতর জানায়- শিগগিরই ১৮টি উড়োযান পাঠানো হবে কাবুলে।
ন্যাটোর হিসাব অনুসারে, গেলো এক সপ্তাহে ২৮ হাজারের বেশি মানুষকে আফগানিস্তান থেকে সরানো হয়েছে। তবে হুড়োহুড়িতে প্রাণ গেছে কমপক্ষে ২০ জনের।
ইউএইচ/
Leave a reply