আফগানিস্তানে মানবিক সহায়তা বৃদ্ধির জন্য আন্তর্জাতিক মহলকে আহ্বান জানিয়েছে মুসলিম রাষ্ট্রগুলোর জোট ইসলামি সহযোগিতা সংস্থা (ওআইসি)।
রোববার আফগানিস্তান ইস্যুতে জরুরি বৈঠকে বসে জোটের সদস্য দেশগুলো। সৌদি আরবের নেতৃত্বাধীন ওই বৈঠক থেকে আফগানিস্তানের সব পক্ষকে কার্যকরী আলোচনায় বসার আহ্বান জানানো হয়েছে।
ওআইসির দাবি, এর মাধ্যমেই সর্বদলীয় ইসলামিক সরকার গঠন সম্ভব হবে আফগানিস্তানে। অভ্যন্তরীণ ইস্যুতে নাক না গলিয়ে যতোটা সম্ভব সমঝোতা বা শান্তিচুক্তির ব্যবস্থা করতে আন্তর্জাতিক মহলকে তাগিদ দিলো ইসলামিক জোটটি।
এছাড়া দেশটিতে চলমান মানবিক সংকটের ব্যাপারেও উদ্বেগ প্রকাশ করে সদস্য দেশগুলো। তারা জানায়, লড়াই-সহিংসতার বাইরেও করোনা মহামারি এবং খরায় বিপর্যস্ত দেশটি। তাই ত্রাণ সহযোগিতা অব্যাহত না থাকলে আফগানিস্তানে চরম বিপর্যয় দেখবে গোটা বিশ্ব।
ইউএইচ/
Leave a reply