জাপানি দুই বাচ্চাকে রাতের বেলা সিআইডি তুলে নিয়ে এসেছে, এটা তো ভালো সমাধান না: হাইকোর্ট

|

আলোচিত জাপানি দুই বাচ্চাকে নিম্ন আদালতে নিয়ে যাওয়া হয়েছে বলে জানিয়েছেন বাবার আইনজীবী। আর হাইকোর্ট বলেছেন, জাপানি দুই বাচ্চাকে রাতের বেলা এভাবে সিআইডি তুলে নিয়ে এসেছে, এটা তো ভালো সমাধান না।

সোমবার (২৩ আগস্ট) হাইকোর্ট এ কথা বলেছেন। তবে সিআইডি বলছে, শিশুদের বাবা তাদের আদালতে হাজির করবেন না বলে তথ্য ছিল বলেই বনানীর বাসা থেকে শিশুদেরকে নিজেদের হেফাজতে নিয়েছে সিআইডি। রাতে তাদের ভিকটিম সাপোর্ট সেন্টারে রাখা হয়।

তবে কখন কোথা থেকে তাদের উদ্ধার করা হয়েছে, সে বিষয়ে কিছু কিছু জানায়নি সিআইডি। পেশায় চিকিৎসক নাকানো এরিকো ঢাকা এসে ১৯ আগস্ট হাইকোর্টে একটি রিট আবেদন করেন। মেয়েদের বাবা বাংলাদেশি শরীফ ইমরানের কাছ থেকে সন্তানদের নিজের জিম্মায় পাওয়ার আবেদন করেন তিনি। হাইকোর্ট ৩১ আগস্ট দুই শিশুকে হাজির করতে তাদের বাবা ও ফুফুকে নির্দেশ দিয়েছিলেন। গুলশান ও আদাবর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে শিশুদের আদালতে উপস্থিতি নিশ্চিত করতে নির্দেশ দেওয়া হয়। এছাড়া শিশুদের নিয়ে যুক্তরাষ্ট্রের নাগরিক তাদের বাবা যাতে দেশ ত্যাগ করতে না পারেন, সে জন্য ৩০ দিনের নিষেধাজ্ঞা দেওয়া হয়।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply