শেষ হলো পদ্মা সেতুর রোডওয়ে স্ল্যাব বসানোর কাজ

|

ছবি: সংগৃহীত

শেষ হলো পদ্মা সেতুর রোডওয়ে স্ল্যাব বসানোর কাজ। ৬ দশমিক ১৫ কিলোমিটার সেতুতে পূর্ণাঙ্গতা পেলো সড়ক পথ।

সোমবার (২৩ আগস্ট) সকালে সেতুর ১২ ও ১৩ নম্বর পিলারে সর্বশেষ রোডওয়ে স্ল্যাব বসানোর কাজ শেষ হয়েছে। এর মধ্য দিয়ে সেতুর ২ হাজার ৯১৭টি রোডওয়ে স্ল্যাব বসানো হয়েছে বলে জানিয়েছেন সেতু প্রকল্পের প্রকৌশলীরা।

২০১৫ সালের ১২ ডিসেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা মূল সেতুর নির্মাণকাজের উদ্বোধন করেন। প্রকল্পের কাজের অগ্রগতিসংক্রান্ত প্রতিবেদন অনুসারে, চলতি বছরের জুলাই মাস পর্যন্ত সেতু প্রকল্পের সার্বিক কাজ এগিয়েছে ৮৭ দশমিক ২৫ শতাংশ। এর আগে চলতি বছরের ২০ জুন শেষ হয়েছিল দ্বিতলা রেলওয়ে স্ল্যাব বসানোর কাজ।

সর্বশেষ সংশোধিত প্রকল্প প্রস্তাব অনুসারে, আগামী বছরের জুনের মধ্যে প্রকল্পের কাজ শেষ করার কথা। এরপরও প্রকল্পের মেয়াদ এক বছর থাকবে। তবে সে সময়টা সেতুর কোনো ত্রুটি দেখা দিলে তা মেরামত ও ঠিকাদারের পাওনা মেটানোর জন্য নির্ধারিত।

পদ্মা সেতু দ্বিতলবিশিষ্ট। এর ওপর দিয়ে চলাচল করবে যানবাহন, নিচ দিয়ে রেল। মূল সেতুর দৈর্ঘ্য ৬ দশমিক ১৫ কিলোমিটার। সেতুটি চালু হলে দক্ষিণাঞ্চলের ২১টি জেলার সঙ্গে যোগাযোগ সহজ হবে। দক্ষিণের মানুষ এখন সেতুটি চালুর অপেক্ষায়।
//////////
রাজধানীর বারিধারা এলাকা থেকে মডেল ফারিয়া মাহাবুব পিয়াসা এবং মোহাম্মদপুর থেকে মরিয়ম আক্তার মৌ নামের দুই মডেলকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। রোববার রাত ১০টার পর পৃথক অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ সময় ইয়াবা, মদসহ বিভিন্ন নেশাজাতীয় দ্রব্যাদি জব্দ করা হয়েছে।

ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিএমপি) যুগ্ম কমিশনার মোহাম্মদ হারুন অর রশিদ রাতে সাংবাদিকদের বলেন, পিয়াসা এবং মৌয়ের বিরুদ্ধে নানা অভিযোগ রয়েছে। পিয়াসা বারিধারায় একটি ফ্ল্যাটে থাকেন। আর মৌ থাকেন মোহাম্মাদপুরে। তারা দুজনই একই চক্রের সদস্য। এরা রাতের রানি। এরা দিনে ঘুমায়, রাতে বিভিন্ন ক্লাবে পার্টি করে। সেখানে বড়লোকের উঠতি বয়সের ছেলেদের নিয়ে এসে মাদক দ্রব্যাদি সেবন করিয়ে আপত্তিকর ছবি তুলতেন। এরপর ব্ল্যাকমেল করে ভুক্তভোগীদের কাছ থেকে টাকা আদায় করতেন এই দুই নারী। তাদের দুজনের বিরুদ্ধে গুলশান ও মোহাম্মাদপুর থানায় করা হবে।

২০১৭ সালে বনানীর রেইনট্রি হোটেলে দুই বিশ্ববিদ্যালয় ছাত্রী ধর্ষণের ঘটনার সময় মডেল পিয়াসার নাম উঠে আসে। ওই মামলার অভিযুক্ত আসামি শাফাত আহমেদের স্ত্রী হিসেবে দাবি করেছিলেন মডেল পিয়াসা।ওই মা

ইউএইচ/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply