করোনায় আরও ১১৭ জনের প্রাণহানি

|

দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় আরও ১১৭ জনের প্রাণহানি হয়েছে। এ নিয়ে মোট প্রাণহানি হলো ২৫ হাজার ৩৯৯ জনের। করোনা শনাক্তের হার ১৫.৫৪ শতাংশ। গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা করা হয়েছে ৩৭ হাজার ৩১৭টি।

সোমবার (২৩ আগস্ট) স্বাস্থ্য অধিদফতরের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তির হিসেব অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় করোনা শনাক্ত হয়েছে আরও ৫ হাজার ৭১৭ জন। এ নিয়ে মোট করোনা শনাক্ত হলো ১৪ লাখ ৬৭ হাজার ৭১৫ জন। একদিনে করোনা থেকে সুস্থ হয়েছেন আরও ৮ হাজার ৯৮২ জন। এ নিয়ে মোট সুস্থ হলো ১৩ লাখ ৭২ হাজার ৮৫৬ জন।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, মৃত ১১৭ জনের মধ্যে পুরুষ ৫৩ জন এবং নারী ৬৪ জন। বিভাগ ভিত্তিক প্রাণহানির হিসাবে ঢাকায় সর্বোচ্চ ৪০ জন মারা গেছেন। এছাড়া চট্টগ্রামে ২৯ জন, খুলনায় ১১ জন, সিলেটে ১৩ জন, বরিশালে ১ জন, ময়মনসিংহে ৪ জন, রাজশাহীতে ১০ জন ও রংপুরে ৯ জন মারা গেছেন।

উল্লেখ্য, দেশে করোনার প্রথম সংক্রমণ শনাক্ত হয়েছিল গত বছরের ৮ মার্চ। এর ১০ দিনের মাথায় ১৮ মার্চ প্রথম মৃত্যুর খবর আসে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply