বছর পাঁচেক পরে ভাইয়ের সঙ্গে রাখি বন্ধন উৎসবে মেতে উঠলেন প্রিয়াঙ্কা চোপড়া। শুটিংয়ের সুবাদে বিভিন্ন দেশে থাকার কারণে দীর্ঘ পাঁচ বছর রাখি উৎসব পালন করতে পারেননি প্রিয়াঙ্কা। তবে এবার বোনের কাছে রাখি পরার জন্য ভারত থেকে লন্ডন শহরে পৌঁছালেন সিদ্ধার্থ।
গত বছর থেকে অ্যামাজনের ‘সিটাডেল’ শোয়ের শুটিংয়ের জন্য লন্ডনে আছেন প্রিয়াঙ্কা। ভাইয়ের সঙ্গে বেশ কয়েকটি ছবি তুলে ইন্সটাতেও পোস্ট করেছেন এই অভিনেত্রী। খোলা চুল এবং সাদা কালো পোশাকে দেখা যাচ্ছে নায়িকাকে। অন্যদিকে ধূসর রঙের টিশার্ট এবং ডেনিম জিনসে দেখা গেছে সিদ্ধার্থকে।
শেয়ার করা একটি ছবিতে দেখা যাচ্ছে ভাইয়ের হাতে সযত্নে রাখি বেঁধে দিচ্ছেন প্রিয়াঙ্কা। সেই সঙ্গে অন্য একটি ছবিতে দেখা গেছে তার মা মধু চোপড়াকে।
এনএনআর/
Leave a reply