শাহীন-আব্বাসের পেস তোপে চালকের আসনে পাকিস্তান

|

ছবি: সংগৃহীত

প্রথম ইনিংসে উইন্ডিজকে ১৫০ রানে অলআউট করে ১৫২ রানের লিড নেয় পাকিস্তান। উইন্ডিজকে ৩২৯ রানের লক্ষ্য দিয়ে পাকিস্তান দ্বিতীয় ইনিংসে এক সেশন ব্যাটিং করেই ইনিংস ঘোষণা করেছে। শাহীন আফ্রিদি ক্যারিয়ার সেরা বোলিংয়ে নিয়েছেন ৬টি উইকেট।

২য় টেস্টের ৪র্থ দিন শেষে উইন্ডিজের স্কোর ১ উইকেটে ৪৯ রান। শেষ দিনে জয়ের জন্য পাকিস্তানের দরকার ৯ উইকেট আর উইন্ডিজের ২৮০ রান।

কিংসটোনে ম্যাচের ৪র্থ দিনের পুরোটাই নিয়ন্ত্রণ করে পাকিস্তান। ৩ উইকেটে ৩৯ রান নিয়ে দিন শুরু করা উইন্ডিজকে ১৫০ রানে অলআউট করেন শাহিন শাহ-আব্বাসরা। ক্যারিয়ার সেরা বোলিংয়ে শাহিন শাহ আফ্রিদি ৬টি, আর আব্বাস নেন ৩ উইকেট।

১০২ রানে এগিয়ে থেকে ২য় ইনিংস শুরু করে পাকিস্তান। মাত্র ২৭ দশমিক ২ ওভারে ৬ উইকেটে ১৭৬ রান তুলে ইনিংস ঘোষণা করে দেয় বাবর আজমের দল। ওপেনার ইমরান বাট করেন সর্বোচ্চ ৩৭ রান।

৩২৯ রানের বড় লক্ষ্য তাড়া করতে নেমে ওপেনার কিয়েরন পাওয়েলকে হারিয়েছে স্বাগতিকরা। সিরিজে ১-০’তে পিছিয়ে পাকিস্তান।

ইউএইচ/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply