বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে নাশকতা ও রাষ্ট্রদ্রোহের অভিযোগে দায়ের করা ১১ মামলায় হাজিরার জন্য আগামী ২০ অক্টোবর দিন ধার্য করেছেন ঢাকা মহানগর দায়রা জজ আদালত।
মঙ্গলবার (২৪ আগস্ট) মহানগর দায়রা জজ আদালতের বিচারক দিন ধার্য করেন। গত ১০ আগস্ট এ মামলায় খালেদা জিয়ার হাজিরার দিন ধার্য ছিল। তবে করোনাভাইরাসের জন্য আদালতের স্বাভাবিক কার্যক্রম স্থগিত থাকায় তা সম্ভব হয়নি। এখন আদালাতের কার্যক্রম স্বাভাবিক হওয়ায় নতুন দিন ধার্য করা হলো।
২০১৫ সালে বিএনপির হরতালের সময় পুলিশ নাশকতার অভিযোগে ঢাকার দারুস সালাম থানায় ৮টি ও যাত্রাবাড়ী থানায় ২টি মামলা দায়ের করা হয় তার বিরুদ্ধে। এছাড়া এক ব্যক্তি তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলাটি করেন। ২০১৬ সালে খালেদা জিয়াসহ অন্যান্য আসামিদের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করে পুলিশ।
এসব মামলায় খালেদা জিয়ার পাশাপাশি আমানউল্লাহ আমান, হাবিব-উন-নবী খান সোহেল, সুলতান সালাউদ্দিন টুকুসসহ আরও কয়েকজনকে আসামি করা হয়।
Leave a reply