ব্যাট দিয়েই সব অপমানের জবাব দিবো: মিঠুন

|

ব্যাট দিয়েই সমালোচনাকারীদের জবাব দিতে চান মোহাম্মদ মিঠুন।

আসন্ন নিউজিল্যান্ড সিরিজে টাইগারদের স্কোয়াডে নেই মোহাম্মদ মিঠুন। অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজে স্কোয়াডে থাকলেও মাঠে নামা হয়নি তার। মাঠে না থাকলেও সামাজিক যোগাযোগ মাধ্যমে নিয়মিত উপহাসের শিকার হন এই ডানহাতি ব্যাটসম্যান। অবশেষে সাইবার বুলিইং নিয়ে মুখ খুলেছেন মিঠুন।

ক্রিকইনফোকে দেয়া এক সাক্ষাতকারে সমালোচনাকারীদের জবাব দিয়েছেন মোহম্মদ মিঠুন। তিনি বলেন, নিয়মিত ট্রলের শিকার হওয়াটা বেশ অপমানের ব্যাপার। প্রথমত কারোরই এটা করার অধিকার নেই। আমি শুধু মাত্র জাতীয় দলের ক্রিকেটারদের নিয়ে বলছি না। এটা সবার ক্ষেত্রেই হয়।

তিনি আরও বলেন, সিনিয়র ক্রিকেটাররা ট্রল নিয়ে অনেক কথা বললেও কিছুই পরিবর্তন হয়নি। আমি মনে করি আমাকে নিয়ে যারা ট্রল করে তারা ক্রিকেট কম বোঝে। আমি সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে দূরে রাখলেও সবকিছুকে আসলে চাইলেও উপেক্ষা করা সম্ভব না।

মাঠে পারফর্ম করেই সমালোচনার জবাব দিতে চান মিঠুন। তিনি বলেন, আমার ক্যারিয়ার এখানেই শেষ নয়, আমার বয়সও বেশি হয়নি। আমি আমার খেলায় আরও মনোযোগী হতে চাই, ব্যাট দিয়ে সব অপমানের জবাব দিবো।

/এসএইচ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply