‘শুধু হত্যা নয়, আইভি রহমানের মৃত্যু ঘোষণা নিয়েও নৃশংস আচরণ করেছিল বিএনপি’

|

প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শুধু হত্যা নয়, আইভি রহমানের মৃত্যু ঘোষণা নিয়েও নৃশংস আচরণ করেছিল তখনকার বিএনপি সরকার। এমন মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

মঙ্গলবার (২৪ আগস্ট) সকালে একনেক বৈঠকের বক্তব্যে তিনি এই মন্তব্য করেন।

প্রধানমন্ত্রী বলেন, আইভি রহমানকে তৎকালীন প্রধানমন্ত্রী খালেদা জিয়া দেখে ফিরে আসার পর তাকে মৃত ঘোষণা করা হয়। বলেন, সেসময় গ্রেনেড হামলায় নিহতদের লাশ পর্যন্ত দিতে চায়নি। ২১ আগস্টে শুধু হত্যাচেষ্টাই নয়, হত্যার পরেও মৃতদের নিয়ে তৎকালীন বিএনপি-জামায়াত সরকার জঘন্য কর্মকাণ্ড পরিচালনা করেছে।

তিনি বলেন, বঙ্গবন্ধু মেমোরিয়াল ট্রাস্টের পক্ষ থেকে ২১ আগস্ট গ্রেনেড হামলায় হতাহতের সাহায্য করা হয়েছে এবং আর্থিকভাবে যাদের অবস্থা খারাপ, তাদের এখনও সাহায্য করা হচ্ছে।

ইউএইচ/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply