পরীমণি-হেলেনাদের বিষয়ে তদন্তের কাজ প্রায় শেষ: সিআইডি

|

হেলেনা জাহাঙ্গীর এবং পরীমণি। ছবি: সংগৃহীত।

পরীমণি, হেলেনা জাহাঙ্গীরসহ বেশ কয়েকজনের ১৫টি মামলার তদন্ত করছে সিআইডি। তদন্তের কাজ প্রায় শেষ পর্যায়ে বলে জানিয়েছেন সিআইডি প্রধান ব্যারিস্টার মাহবুবুর রহমান। ফরেনসিক রিপোর্ট হাতে পেলে আগামী এক থেকে দেড় মাসের মধ্যে পুলিশ রিপোর্ট জমা দেয়া হবে বলেও জানান তিনি।

মঙ্গলবার (২৪ আগস্ট) দুপুরে সিআইডির সদর দফতরে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এ কথা জানিয়েছেন। এসময় তিনি জানান, আসামি ও সাক্ষীদের জিজ্ঞাসাবাদও প্রায় শেষ পর্যায়ে। পরীমণি ইস্যুতে আর কাউকে ডাকা হবে না।

বারবার রিমান্ডে নেয়ার বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, যৌক্তিক কারণেই পরীমণিকে রিমান্ডে নেয়া হয়েছে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply