ব্যান্ড ভাঙার সিদ্ধান্ত থেকে সরে আসছে ‘অ্যারোস্মিথ’

|

ছবি: সংগৃহীত

বরাবরই রক জনরার সঙ্গীত প্রেমীদের প্লে-লিস্টে অনায়াসে জায়গা করে নেয় ‘অ্যারোস্মিথ’ ব্যান্ডের গানগুলো। তবে সমাপ্তি ঘটতে যাচ্ছে ব্যান্ডটির ঠিক এমনটাই ঘোষণা দিয়েছিলেন ‘অ্যারোস্মিথ’ ব্যান্ডের লিড ভোকালিস্ট স্টিভেন টাইলার ও জোই পেরি। আর এই ঘোষণাটির পর একপ্রকার দুঃসংবাদ পেয়েছিলেন তাদের ভক্তরা।

তবে স্বস্তির খবর হলো নিজেদের এই সিদ্ধান্ত থেকে সরে এসেছে ব্যান্ডটি। সম্প্রতি ‘অ্যারোস্মিথ’ উপলক্ষে ইউনির্ভাসেল মিউজিক গ্রুপের সঙ্গে চুক্তিবদ্ধ করেছে যার মধ্যে দিয়ে এই কোম্পানি ব্যান্ডটির সমস্ত গানের স্বত্ব পাবে শুধু তাই নয় কোম্পানিটি মুল দায়িত্ব নিয়েছে ব্যান্ডটির ৫০ বছর পূর্তির আয়োজনের। যার মধ্যে একটি হলো ব্যান্ডটির বায়োগ্রাফি।

প্রায় বহু বছর ধরে ব্যান্ডটির লিড গিটারিস্ট জো পেরির সঙ্গে ভাল সস্পর্ক কাটছিল না টাইলারের। যার ফলে খুব কম দেখা যেত তাদের পারফর্ম করতে। আর এটিকেই সবাই মনে করেছিল তাদের সমাপ্তির মূল কারণ। কিন্তু এই সব জল্পনা কল্পনাকে পেছনে ফেলে তারা আবারও হাজির হতে যাচ্ছেন তাদের সেই চিরচেনা মঞ্চে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply