মালয়েশিয়া প্রবাসীদের অনেকেই চাকরি হারিয়েছেন; পাচ্ছেন না বেতনও

|

মালয়েশিয়া প্রবাসীদের অনেকেই চাকরি হারিয়েছেন; পাচ্ছেন না বেতনও

ছবি: সংগৃহীত

চরম অনিশ্চয়তায় দিন কাটাচ্ছেন মালয়েশিয়া প্রবাসীরা। করোনার প্রভাব পড়েছে মালয়েশিয়ার অর্থনীতিতে। ফলে অনেক প্রবাসী এরইমধ্যে চাকরি হারিয়েছেন। আবার অনেকের চাকরি থাকলেও পাচ্ছেন না বেতন।

দেশের সকল কার্যক্রম স্বাভাবিক করতে লকডাউনে কিছুটা শিথিলতা এনে টিকা কার্যক্রমে জোর দিয়েছে মালয়েশিয়া সরকার।

সংশ্লিষ্টরা জানিয়েছেন, সম্পূর্ণ ডোজ টিকা নিলে কর্মীরা কাজ যোগ দিতে পারবেন। তবে দীর্ঘদিনের লকডাউনে এরইমধ্যে বড় ক্ষতির মুখে পড়তে হয়েছে দেশটির সবখাতকে; বন্ধ হয়ে গেছে অনেক কলকারখানা। এতেই বিপাকে পড়েছেন বাংলাদেশি শ্রমিকরা।

দেশটিতে কর্মরত বেশ কয়েকজন শ্রমিক জানিয়েছেন, চাকরি হারানোর কারণে বাড়িতে টাকা পাঠাতে পারছেন না তারা।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply