আফগানিস্তানের অস্থিতিশীলতার জন্য যুক্তরাষ্ট্রকে দায়ী করলেন দেশটির ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট আশরাফ ঘানির ভাই হাসমত ঘানি। যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেন উভয়কেই প্রতারক বলে সম্বোধন করেন তিনি।
স্কাই নিউজকে দেয়া সাক্ষাৎকারে জো বাইডেন ও ডোনাল্ড ট্রাম্পকে বিশ্বাসঘাতক বলে আখ্যা দেন হাসমত ঘানি।
হাসমত ঘানি বলেন, আফগান সরকার আর জনগণের পায়ের তলা থেকে মাটি সরিয়ে নিয়েছে পশ্চিমারা। এ অবস্থায় আমাদের কি করার ছিল? আরেকটা যুদ্ধ?
সাবেক ও বর্তমান মার্কিন প্রেসিডেন্ট সম্পর্কে তিনি বলেন, দোহায় তালেবানকে ডেকে সেনা প্রত্যাহারে রাজি হয়ে কথার বরখেলাপ সর্বপ্রথম করেছিলেন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আর আকস্মিকভাবে সেনা সরিয়ে চূড়ান্ত বিশ্বাসভঙ্গ করলেন জো বাইডেন।
/এসএইচ
Leave a reply