উজানের ঢলে নদীর পানি বেড়ে প্লাবিত হচ্ছে নিচু এলাকা

|

উজানের ঢলে নদীর পানি বেড়ে প্লাবিত হচ্ছে নিচু এলাকা

ছবি: সংগৃহীত

দেশের মধ্যাঞ্চলে প্রধান নদ-নদীর পানি বেড়ে নিম্নাঞ্চল প্লাবিত হচ্ছে। গোয়ালন্দে পদ্মার পানি বিপদ সীমার ৫৩ সেন্টিমিটার উপরে। এতে তীরবর্তী নিচু এলাকা ও চরাঞ্চল তলিয়ে গেছে। চর আর নিম্নাঞ্চলের পর নতুন নতুন এলাকা জলবন্দি হয়ে পড়ছে। দুর্ভোগে পানিবন্দি মানুষ।

পানি ঢুকছে শরীয়তপুরে। সুরেশ্বর পয়েন্টে ২৮ সিন্টেমিটার উপরে নদীর পানি। ধলেশ্বরীতে প্রবাহ বেড়ে এলাসিন পয়েন্টে বিপদসীমার ২৪ সেন্টিমিটার উপরে বইছে। এছাড়া যমুনা, গড়াই, আত্রাই, মেঘনাসহ কয়েকটি নদীর পানি লোকালয়ে ঢুকে পড়েছে।

বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, আগামী তিনদিন উত্তর ও উত্তর পূর্বাঞ্চল ছাড়াও উজানে পশ্চিমবঙ্গ আসাম ও মেঘালয়ে ভারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। এতে অববাহিকায় পানি আরও কিছুটা বাড়তে পারে।

এনএনআর/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply