মরক্কোর সাথে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করলো আলজেরিয়া

|

আলজেরিয়ার পররাষ্ট্রমন্ত্রী রামতানে লামামারা গতকাল প্রতিবেশী মরক্কোর সাথে কূটনৈতিক সম্পর্কচ্ছেদের ঘোষণা দেন।

মরক্কোর সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার ঘোষণা দিলো আলজেরিয়া। প্রতিবেশীর বিরুদ্ধে শত্রুতামূলক কর্মকাণ্ডের অভিযোগে এ সিদ্ধান্ত। সাম্প্রতিক প্রাণঘাতি দাবানল ইস্যুতে তিক্ততার জেরেই এমন সিদ্ধান্ত আলজেরিয়ার।

গতকাল মঙ্গলবার (২৪ আগস্ট) আলজেরিয়ার পররাষ্ট্রমন্ত্রী রামতানে লামামারা
এ ঘোষণা দেন।

এক বিবৃতিতে তিনি জানান, মরক্কোর বাদশাহ কখনও আলজেরিয়ার বিরুদ্ধে শত্রুতামূলক কর্মকাণ্ড বন্ধ করেননি। এ ব্যপারে মরক্কোর তরফ থেকে এখনো কোন আনুষ্ঠানিক প্রতিক্রিয়া আসেনি। তবে, দেশটির বাদশাহ প্রতিবেশীর সাথে সম্পর্কোন্নয়নের আহ্বান জানিয়েছিলেন।

গত সপ্তাহে, আলজেরিয়া অভিযোগ তোলে যে- প্রাণঘাতী দাবানলের জন্য যে গোষ্ঠী দায়ী তাদের ইন্ধন যোগাচ্ছে মরক্কো। পশ্চিম সাহারা অঞ্চল নিয়ে কয়েক দশক ধরেই এই দুই প্রতিবেশী দেশের মধ্যে রয়েছে তিক্ত সম্পর্ক।

/এসএইচ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply