শাসনভার সামলাতে ১২ সদস্যের কাউন্সিল ঘোষণা করতে যাচ্ছে তালেবান

|

আফগানিস্তানের শাসনভার সামলাতে ১২ সদস্যের কাউন্সিল ঘোষণা করতে যাচ্ছে তালেবান।

আফগানিস্তানের শাসনভার সামলাতে ১২ সদস্যের কাউন্সিল ঘোষণা করতে যাচ্ছে তালেবান। যাতে তালেবান নেতাদের বাইরেও বেশ কয়েকজন রাজনীতিবিদের জায়গা হচ্ছে।

কাবুলে নির্ভরযোগ্য সূত্রের বরাত দিয়ে এ তথ্য প্রকাশ করেছে, রাশিয়া ও চীনের কিছু গণমাধ্যম।

গণমাধ্যমে বলা হয়, এরইমধ্যে কাউন্সিলের ৭ সদস্যের নাম চূড়ান্ত হয়েছে। যার মধ্যে রয়েছেন, তালেবানের প্রভাবশালী তিন নেতা মোল্লাহ্ আবদুল গণি বারাদার, খলিল হাক্কানি ও মোল্লাহ্ ইয়াকুব। তালেবানের বাইরে থেকে নাম রয়েছে, সাবেক প্রেসিডেন্ট হামিদ কারজাই, সাবেক প্রধানমন্ত্রী গুলবুদ্দিন হেকমাতিয়ার, সাবেক ভাইস প্রেসিডেন্ট আবদুল্লাহ আবদুল্লাহ এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী হানিফ আতমারের। কাউন্সিলের বাকি পাঁচ সদস্য নিয়ে এখনও চলছে আলোচনা।

আরও পড়ুন: তালেবানের কাছে আত্মসমর্পণ করছেন পানশিরের নেতা মাসুদ!

এদিকে, কাউন্সিল সদস্যদের ব্যাপারে তালেবানের তরফ থেকে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। তবে গোষ্ঠীটির মুখপাত্র নিশ্চিত করেছিলেন, প্রেসিডেন্টের নেতৃত্বে একটি কাউন্সিল আফগানিস্তান শাসন করবে।

ইউএইচ/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply