আফগানিস্তানের ব্যাংক খুলেছে

|

তালেবান কাবুল দখলের পর এই প্রথম আফগানিস্তানের ব্যাংক খুলেছে।

তালেবান কাবুল দখলের পর এই প্রথম আফগানিস্তানের ব্যাংক খুলেছে। তবে অনেক মানুষ তাদের সঞ্চয়ের অর্থ তুলতে ভোগান্তিতে পড়ছেন।

গত ১৫ আগস্ট তালেবান কাবুল দখলের পর এই প্রথম ব্যাংক খুললো। রাজধানী শহরের বাংকগুলো গ্রাহকদের সেবা দিচ্ছে। কিন্তু কেউ বড় অংকের টাকা উত্তোলন করতে পারছেন না। খবর আল জাজিরার।

খবরে বলা হয়েছে, ব্যাংকগুলো খোলা থাকলেও আফগানিস্তানের কেন্দ্রীয় ব্যাংকে ক্যাশ ঘাটতি থাকায় অনেক গ্রাহক অর্থ তুলতে পারছেন না। এদিকে মানি ট্রান্সফার কোম্পানি ‘ওয়েস্টার্ন ইউনিয়ন’ গ্রাহকদের বিদেশ থেকে পাঠানো অর্থ উত্তোলন করতে দিচ্ছে। গত ১ সপ্তাহ ধরে তারা সেবা বন্ধ রেখেছিল।

গত ১৫ আগস্ট তালেবান কাবুল দখলের পর আফগানিস্তানের ব্যাংকগুলো বন্ধ হয়ে যায়।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply