উত্তাপের অভাব দেখছে না ভারত ও ইংল্যান্ডের মধ্যকার চলমান টেস্ট সিরিজ। তবে সংবাদমাধ্যমে এসেছে, লর্ডসে অনুষ্ঠিত হয়ে যাওয়া দ্বিতীয় টেস্টের তৃতীয় দিনে ভারত ও ইংল্যান্ড খেলোয়াড়দের মধ্যে উত্তপ্ত বাক্য বিনিময় মাঠ থেকে পৌঁছে গিয়েছিল মাঠের বাইরেও। লর্ডসের ঐতিহ্যবাহী লংরুমেও একদফা চালাচালি হয়েছিল বারুদে কথাবার্তা।
লর্ডস টেস্ট ভারত জিতেছিল ১৫১ রানে। কিন্তু তার চেয়েও বেশি আলোচনায় এসেছে জাসপ্রিত বুমরা ও জেমস অ্যান্ডাসনের মধ্যকার খণ্ড যুদ্ধ। অ্যান্ডারসনের পাঁজর লক্ষ্য করে বল করতে গিয়ে বুমরা এক ওভারে করেছেন ১১টি বল। ওভার স্টেপিংয়ের কারণে নো বল করেছেন বুমরা। তাতে কী! ১৪৫ কিলোমিটার গতিতে পাঁজর ও মাথা বরাবর ধেয়ে আসা বুমরার শর্ট লেংথের বলে বেশ বিরক্ত ছিলেন অ্যান্ডারসন।
বলা হয়, ফাস্ট বোলারদের মাঝে আছে এক অলিখিত চুক্তি। একজন ফাস্ট বোলার ব্যাট করতে এলে বিপক্ষ দলের ফাস্ট বোলাররা শর্ট বল ও বেশি গতি প্রয়োগ করেন না। ফুল লেংথের বলে আউট করার চেষ্টা করে থাকেন তখন পেসাররা। কিন্তু এই নিয়মের বিচ্যুতি ঘটেছিল বলেই হয়তো ক্ষেপেছিলেন ইংলিশ ব্যাটিং লাইন আপের ১১ নম্বর ব্যাটার অ্যান্ডারসন।
লর্ডসের লংরুমে সাধারণত মেরিলিবোন ক্রিকেট ক্লাবের (এমসিসি) সদস্যরা বসেন। তবে কোভিড-১৯ এর কারণে সদস্যদের জন্য কক্ষটি বন্ধ রাখা হয়েছে। দু’দলের খেলোয়াড়েরা এখন ড্রেসিংরুম থেকে দুটি আলাদা সিঁড়ি দিয়ে মাঠে আসা যাওয়া করেন লংরুম দিয়ে। টেস্টের তৃতীয় দিন শেষে এখানেই কথা কাটাকাটি ও বিবাদে জড়িয়ে পড়েন ভারত ও ইংল্যান্ডের ক্রিকেটাররা।
ভারত অধিনায়ক ভিরাট কোহলি বলেছেন, কী কথা হয়েছে তা আমি জানাতে পারবো না। এসবের জন্য ক্যামেরা ও স্ট্যাম্পের মাইক আছে। তবে আমি বলতে পারি, এসব মুহূর্ত আমাদের মাঠে শতভাগ উজাড় করে দিতে বাড়তি প্রেরণা জোগায়।
Leave a reply