‘রোহিঙ্গা বিষয়ে সুচির অবস্থান ঘৃণিত’

|

রোহিঙ্গা ইস্যুতে অং সান সুচির আচরণ সমর্থণযোগ্য নয় বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, শান্তিতে নোবেল পুরস্কারের পাওয়া এই ব্যক্তির অবস্থান ঘৃণিত।

ঈদের পর আজ সোমবার মন্ত্রণালয়ের কর্মকর্তা কর্মচারিদের সাথে শুভেচ্ছা বিনিময় শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে মন্ত্রী এ মন্তব্য করেন।

এদিকে কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী বলেছেন, রোহিঙ্গারা বাংলাদেশের জন্য বোঝা। বারবার তাদের আশ্রয় দেয়া সম্ভব না উল্লেখ করে সমস্যার সমাধানে বিশ্বকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন কৃষিমন্ত্রী।

প্রসঙ্গত, রোহিঙ্গাদের ওপর রাষ্ট্রীয় নিপীড়নে মৌন সমর্থন দিয়ে যাচ্ছেন দেশটির ক্ষমতাসীন দলের প্রধান ও স্টেট কাউন্সেল অং সান সুচি। সেনাবাহিনীর বর্বরতার বিপক্ষে অবস্থান নেয়া তো দূরের কথা, সম্প্রতি তিনি রোহিঙ্গাদেরকে ‘বাঙালি সন্ত্রাসী’ বলে মন্তব্য করেছেন।

/কিউএস


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply