পিরোজপুর প্রতিনিধি:
পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলায় কলেজ অধ্যক্ষকে জুতাপেটার ঘটনায় সেই নারী অফিস সহকারীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
মঙ্গলবার (২৪ আগস্ট) বিকেলে কলেজ গভর্নিং কমিটির সিদ্ধান্তে ওই অফিস সহকারী ফরিদা ইয়াসমিনকে বরখাস্ত করা হয়।
মঠবাড়িয়া সরকারি কলেজের অধ্যক্ষ গোলাম মোস্তফা জানান , মঠবাড়িয়ার সাফা ডিগ্রী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ বিনয় কৃষ্ণ বলকে অফিস সহকারী কর্তৃক জুতাপেটা করে লাঞ্ছিত করার ঘটনায় তদন্ত শুরু করে ইতিমধ্যে কলেজ গভর্নিং বডি অভিযুক্ত অফিস সহকারি ফরিদা ইয়াসমিনকে সাময়িক বরখাস্ত করেছেন।
পড়ুন, কলেজের অধ্যক্ষকে জুতাপেটা করলো নারী কর্মচারী
মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহা. নুরুল ইসলাম বাদল জানান, শিক্ষক লাঞ্ছনার ঘটনায় মামলাটির তদন্ত চলছে। মামলার আসামি ফরিদা ইয়াসমিন আদালতে আত্মসমর্পনের মাধ্যমে জামিনে বাইরে আছে।
মঠবাড়িয়া উপজেলা নির্বাহী অফিসার (অ: দা:) বশির আহমেদ জানান, কর্মচারি হিসেবে ফরিদা শৃঙ্খলা ভঙ্গ করেছে এবং তার বিরুদ্ধে ফৌজদারি মামলা হয়েছে। এই দুই প্রেক্ষিতে কমিটির বরখাস্ত করার ক্ষমতা রয়েছে। বরখাস্তটি বিধিসম্মত হয়েছে।
প্রসঙ্গত, গত ১৬ আগস্ট অফিস চলাকালীন সময় সাফা কলেজের অফিস সহকারি ফরিদা ইয়াসমিন ওই কলেজের অধ্যক্ষকে জুতা পেটা করেন। এ ঘটনায় অধ্যক্ষ বিনয় কৃষ্ণ বল বাদী হয়ে পরের দিন ১৭ আগস্ট ফরিদা ইয়াসমিন এর বিরুদ্ধে মঠবাড়িয়া থানায় একটি মামলা করেন।
/এস এন
Leave a reply