শরীয়তপুর প্রতিনিধি:
শরীয়তপুরের জাজিরা উপজেলার সাত্তার মাদবরের মঙ্গল মাঝির ঘাট থেকে মুন্সীগঞ্জের শিমুলিয়ার উদ্দেশে ফেরি চলাচলে নতুন ফেরিঘাট নির্মাণ করছে বিআইডব্লিউটিএ। এতে এড়ানো যাবে পদ্মা সেতুর পিলারে ফেরির ধাক্কা লাগার সম্ভাবনা। পাশাপাশি কমে আসবে যাত্রার সময় ও দুরত্ব।
গত ২১ আগস্ট থেকে শুরু হওয়া এই ফেরিঘাট নির্মাণের কাজ শেষ প্রায়। বুধবার (২৫ আগসট) বিকেলে এই ঘাটে পনটুন স্থাপন করা হয়। সংশ্লিষ্টরা জানিয়েছেন, বৃহস্পতিবার (২৬ আগস্ট) থেকে শরীয়তপুরের জাজিরার সাত্তার মাদবর-মঙ্গলমাঝি ঘাটে পরীক্ষামূলক ফেরি চালানো হবে। আর এই রুটে ফেরি চলাচল উদ্বোধন করা হবে শুক্রবার (২৭ আগস্ট)।
বারবার পদ্মা সেতুর পিলারে ফেরির আঘাত রোধে নৌ পরিবহন মন্ত্রণালয়ের পরিকল্পনা অনুযায়ী এই ঘাট পরিবর্তন করার কথা জানিয়েছেন বিআইডবিউটিসির নির্বাহী প্রকৌশলী (ঢাকা বিভাগ) মতিউল ইসলাম।
বিআইডব্লিউটিএর ঢাকা বিভাগীয় সহকারি কারিগরি প্রকৌশলী মো. ফয়সাল হোসেন জানান, শুক্রবার আনুষ্ঠানিক উদ্বোধনের উদ্দেশ্যে দ্রুত ঘাট নির্মাণের কাজ চলছে। প্রথম অবস্থায় এই ঘাট দিয়ে ছোট ফেরির মাধ্যমে শুধুমাত্র জরুরি সেবা হিসেবে অ্যাম্বুলেন্স, লাশবাহি গাড়ি ও সরকারি কাজে ব্যবহৃত মাইক্রোবাস ও কার পারাপার করার পরিকল্পনা রয়েছে।
এই রুটে ঘাট নির্মাণের ফলে আনন্দের বন্যা বইছে স্থানীয়দের মাঝে। স্থানীয় বাসিন্দা নেছার উদ্দিন মাদবর বলেন, সন্ধ্যার পর লঞ্চ ও স্পীডবোট বন্ধ থাকে। এই ঘাট নির্মাণের ফলে সেই দুর্ভোগ লাঘব হবে। সাত্তার মাদবর-মঙ্গলমাঝি ঘাট দিয়ে ফেরি চলাচল শুরু হলে দক্ষিণাঞ্চলের মানুষের জরুরি সেবাগুলো চালানো সম্ভব হবে। এছাড়া এ ঘাট দিয়ে শিমুলিয়া যেতে সময়ও কম লাগবে। আমরা এলাকাবাসী খুব আনন্দিত।
/এস এন
Leave a reply