ফরিদপুর প্রতিনিধি:
ফরিদপুরে পদ্মা নদীতে শিক্ষকদের বহন করা একটি ট্রলারডুবির ঘটনা ঘটেছে। ডুবে যাওয়া ট্রলারে ১৫ জন শিক্ষক ও মাঝিসহ মোট ১৬ জন ছিলেন। মাঝিসহ ১৪ জন সাঁতরে তীরে উঠতে পারলেও স্রোতের টানে ভেসে গিয়ে নিখোঁজ আছেন দুই শিক্ষক। ট্রলারে ওঠারা ফরিদপুর শহরের বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক, তারা বিকেলে নৌ ভ্রমণে বের হয়েছিলেন।
বুধবার (২৫ আগসট) বিকেল সাড়ে পাঁচটার দিকে ফরিদপুর সিএন্ডবি ঘাট নৌ বন্দর এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিখোঁজ ওই দুই শিক্ষক হলেন ফরিদপুর উচ্চ বিদ্যালয়ের ইংরেজি বিভাগের সহকারি শিক্ষক আলমগীর হোসেন (৪০) ও সারদা সুন্দরী বালিকা উচ্চ বিদ্যালয়ের গণিত বিভাগের সহকারি শিক্ষক আজমল হোসেন শেখ (৪২)।
উদ্ধার হওয়া শিক্ষকদের সুত্রে জানা গেছে, শহরের বিভিন্ন বিদ্যালয়ের ১৫ জন শিক্ষক একটি ট্রলারে করে বিকেলে নৌ ভ্রমণে বের হন। বিকেল ৪টার দিকে ট্রলারটি ফরিদপুর সদরের চর মাধবদিয়া ইউনিয়নের খলিল মন্ডললের হাট থেকে ধলার মোড়ের উদ্দেশ্যে রওনা দেয়।
ট্রলারটি বিকেল ৫টার দিকে সিএন্ডবি ঘাট এলাকার মদনখালীর মাথায় থাকা পনটুনের কাছে আসলে এই দুর্ঘটনা ঘটে। আহত ও প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন ট্রলারের ইঞ্জিন বিকল হয়ে প্রথমে একটি কর্গোর সাথে ট্রলারটির ধাক্কা লাগে। পরে পনটুনের সাথে থাক্কা লেগে স্রোতের টানে পনটুনের তলায় চলে যায় ট্রলারটি।
প্রত্যক্ষদর্শীরা জানান, এ সময় তারা অনেকেই নদীর পাড়ে ছিলেন, ট্রলারটি পনটুনের ভিতর চলে যাওয়ার পরেই তারা উদ্ধারে নেমে পড়েন। ১৪ জনকে উদ্ধার করা গেলেও স্রোতের টানে ভেসে যান দুইজন।
ফরিদপুর সদরের ডিক্রির চর ইউনিয়ন পরিষদের ইউপি চেয়ারম্যান মেহেদী হোসেন বলেন, ট্রলার দুর্ঘটনার পর ফায়ার সার্ভিসে খবর দেয়া হয়। পাশাপাশি এলাকাবাসী উদ্ধারে অংশ নেয়।
ফরিদপুর ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের জ্যেষ্ঠ স্টেশন কর্মকর্তা সুভাষ বাড়ই বলেন, ফরিদপুর দমকল বাহিনী প্রথমে দুইটি ট্রলার নিয়ে উদ্ধার অভিযান শুরু করে। পরে আরও দুইটি ট্রলার বাড়ানো হয়। ঘটনাস্থলে প্রচুর
স্রোত ও গভীরতা বেশি। এছাড়াও ফরিদপুর ইউনিটে কোনো ডুবুরী নেই, ঊদ্ধর্তন কর্মকর্তাদের জানানো হয়েছে ঢাকা থেকে ডুবুরী দল আসার জন্য।
ফরিদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাকসুদুল আলম জানান, নৌ পুলিশ, ফরিদপুর ফায়ার সার্ভিস ও এলাবাসীর সমন্বয়ে উদ্ধার অভিচান চালানো হচ্ছে। ফরিদপুরে কোনো ডুবুরী দল নেই , তাই ঢাকা থেকে ডুবুরী দল আসছে।
/এস এন
Leave a reply