নাইজেরিয়ায় বন্দুকধারীদের হামলায় নিহত ৩৬

|

নাইজেরিয়ায় অজ্ঞাত বন্দুকধারীদের গুলিতে ৩৬ জন নিহতের প্রতিবাদে বিক্ষোভ।

নাইজেরিয়ার ইয়েলওয়া জঙ্গম নামক একটি গ্রামে বন্দুকধারীদের হামলায় নিহত হয়েছে ৩৬ জন। ধ্বংস করা হয়েছে ওই গ্রামের বেশিরভাগ বাড়িঘর।

গতকাল বুধবার (২৫ আগস্ট) এ তথ্য নিশ্চিত করে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়। মধ্যাঞ্চলীয় জোস শহরের একটি গ্রামে হয় এ হামলার ঘটনা।

গত মঙ্গলবার (২৪ আগস্ট) গভীর রাতে হামলা হয় ইয়েলওয়া জঙ্গম নামের গ্রামটিতে। অজ্ঞাত বন্দুকধারীদের এলোপাথাড়ি গুলিতে ঘটে হতাহতের ঘটনা। পরে আগুন লাগিয়ে দেয়া হয় বাড়িঘরে।

অঞ্চলটিতে প্রায়ই জাতিগত দাঙ্গার শিকার হয় গ্রামগুলো। মূল বিরোধ হাউসা ও ফুলানি গোষ্ঠীর মধ্যে। তবে ছোট ছোট আরও অনেক গোষ্ঠীর সংঘাতও প্রায় নিয়মিত ঘটনা সেখানে।

দেশটিতে একের পর এক দাঙ্গা-হামলার প্রতিবাদে জোস শহরে সরকারি ভবনের বাইরে বিক্ষোভ করছেন বাসিন্দারা।

/এসএইচ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply