ড. জাফর ইকবালের ওপর হামলার প্রতিবাদে মাভাবিপ্রবিতে মানববন্ধন

|

টাঙ্গাইল প্রতিনিধি
ড. মুহম্মদ জাফর ইকবালের পর হামলার প্রতিবাদে মাওলানা ভাসানীবিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে মানববন্ধন করেছে অফিসার্স এসোসিয়েশন।

আজ মঙ্গলবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারের সামনে এ মানববন্ধন করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ আলাউদ্দিন, রেজিস্ট্রার ড. মোহাঃ তৌহিদুল ইসলাম, অফিসার্স এসোসিয়েশনের সভাপতি মফিজুল ইসলাম মজনু, সাধারণ সম্পাদক সাদাৎ আল হারুন সহকর্মকর্তা-কর্মচারীবৃন্দ।

এসময় বক্তারা বলেন, আইন অনুযায়ী যে হামলাকারী তার বিচারসহ যারা ইন্দনদাতা তাদের খুঁজে বের করে আইনের আওতায় আনা হোক । যাতে এদেশে এমন করে আর কেউ হামলার শিকার না হয়।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply