বছরের শেষ গ্র্যান্ডস্ল্যাম ইউএস ওপেন থেকে নাম প্রত্যাহার করেছেন সেরেনা উইলিয়ামস। এমন ঘোষণার ঘন্টাখানেক পর সেরেনার বোন ভেনাস উইলিয়ামসও পায়ের ইনজুরির কারণে আসর থেকে সরে দাঁড়ালেন।
পাঁচবারের গ্র্যান্ডস্ল্যাম জয়ী ভেনাস উইলিয়ামস পায়ে গুরুতর ইনজুরির কারণে ইউএস ওপেন থেকে নিজের নাম প্রত্যাহার করতে বাধ্য হয়েছেন। বছরের শেষ গ্র্যান্ডস্ল্যামে খেলতে না পারার কথা জানিয়ে দুঃখ প্রকাশ করেন ভেনাস। সেই সাথে সুস্থ হয়ে দ্রুতই টেনিস কোর্টে ফিরতে চান বলে জানিয়েছেন তিনি।
সেরেনা ও ভেনাসের মতো ইনজুরির কারণে এর আগে আসর থেকে নাম প্রত্যাহার করেছেন রাফায়েল নাদাল ও রজার ফেদেরারের মতো তারকারা। ৩০ আগস্ট থেকে শুরু হবে বছরের শেষ গ্র্যান্ডস্ল্যাম ইউএস ওপেন।
Leave a reply