‘কোহলির উচিত শচীনকে ফোন দিয়ে করণীয় জানতে চাওয়া’

|

ছবি: সংগৃহীত

সুনীল গাভাস্কার বলেছেন, কোহলির উচিত অতি দ্রুত শচীন টেন্ডুলকারকে ফোন দেয়া এবং জিজ্ঞেস করা, এখন আমার কী করা উচিত।

ব্যাট হাতে সময়টা একদমই ভালো যাচ্ছে না ভারত অধিনায়ক ভিরাট কোহলির। ইংল্যান্ডের সাথে চলতি টেস্ট সিরিজে এখন পর্যন্ত কোহলির মোট রান ৬৯। পরিসংখ্যানের চেয়েও কোহলির আউট হবার ধরনে বেশি চিন্তিত ভারতের ব্যাটিং কিংবদন্তী সুনীল গাভাস্কার। কেবল জেমস অ্যান্ডারসনই নয়, স্যাম কারেন, অলি রবিনসনদের বলেও একইভাবে আউট হচ্ছেন কোহলি। অফ স্ট্যাম্প করিডোরে আসা বলে ব্যাট ছুঁইয়ে প্যাভিলিয়নে নিয়মিত ফিরছেন ভারত অধিনায়ক।

গতকাল বুধবার (২৫ আগস্ট) ধারাভাষ্যকক্ষে গাভাস্কার বলেন, টেকনিকে ছোটখাট কিছু সমস্যা হচ্ছে কোহলির। ব্যাট ও পায়ের অবস্থানের সাথে কোন বল খেলা উচিত আর কোন বল খেলা উচিত না, সেই দ্বিধার কারণেই ভুগছেন কোহলি। ইংলিশ কন্ডিশন, অ্যান্ডারসন এবং ব্যাটিং টেকনিক- তিনটি ব্যাপারেই সমাধানে পৌঁছুতে হবে কোহলিকে। এবং সে জন্য কোহলিকে সাহায্য করতে পারেন ভারতীয় ব্যাটিং কিংবদন্তী শচীন টেন্ডুলকার। কোহলির উচিত দ্রুত তাকে ফোন দিয়ে জিজ্ঞেস করা, এখন আমার কী করা উচিত।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply