জোকোভিচের সামনে ৫২ বছরের রেকর্ড ছোঁয়ার সুযোগ

|

সার্বিয়ান টেনিস তারকা নোভাক জোকোভিচ। ছবি: সংগৃহীত

টেনিস ইতিহাসের ৫২ বছরের রেকর্ড ছোঁয়ার সুযোগ সার্বিয়ান তারকা নোভাক জোকোভিচের সামনে। এবারের ইউএস গ্র্যান্ড স্ল্যাম জিতলেই ক্যালেন্ডার ইয়ার গ্র্যান্ড স্ল্যাম জেতার কীর্তি গড়বেন জোকোভিচ। সেই সাথে জিতবেন তার ক্যারিয়ারের ২১ তম গ্র্যান্ড স্ল্যাম।

২০২১ সালে পুরোটা জুড়েই নোভাক জোকোভিচ ছিলেন অপ্রতিরোধ্য। এ বছরের অস্ট্রেলিয়ান ওপেন এবং ফ্রেঞ্চ ওপেনের শিরোপা জিতেছেন দ্য জোকার। সম্প্রতি উইম্বলডন শিরোপা জিতে এগিয়ে যান নিজের প্রথম ক্যালেন্ডার ইয়ার গ্র্যান্ড স্ল্যাম অর্জনের পথে।

এর আগে ১৯৬৯ সালে কিংবদন্তি রড লেভার গড়েছিলেন চারটি গ্র্যান্ড স্ল্যাম জিতে ক্যালেন্ডার ইয়ার গ্র্যান্ড স্ল্যামের রেকর্ড। রজার ফেদেরার, রাফায়েল নাদাল, স্টান ভাভরিঙ্কা, হুয়ান মার্টিন ডেল পোত্রো ও ২০২০ সালের ইউএস ওপেন জয়ী ডমিনিক থিম খেলছেন না এই গ্র্যান্ড স্ল্যামে। তাদের না থাকায় ক্যালেন্ডার ইয়ারের রেকর্ড ছোঁয়ার সুযোগ আরও সহজ হয়েছে জোকোর জন্য।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply