আতঙ্ক-উদ্বেগের মধ্যেই হাজার-হাজার মানুষ দিন কাটাচ্ছেন খোলা আকাশের নিচে। অনেকেই, অস্থিরতার সুযোগে উন্নত দেশে পাড়ি জমাতে চাইছেন। তাদের হাতে বৈধ কাগজপত্র নেই। কিন্তু, ইলেকট্রিক বা ফোন বিল দেখিয়ে ঢুকতে চাচ্ছেন এয়ারপোর্টে।
পুরোদমে উদ্ধার অভিযান চললেও, কাবুল বিমানবন্দরে জড়ো হওয়া সব আফগান নাগরিক দেশ ছাড়তে পারবেন কিনা, তা নিয়ে দেখা দিয়েছে অনিশ্চয়তা।
নদর্মার হাঁটু পানিতে দাঁড়িয়ে অপেক্ষা করতেও দ্বিধা করছেন না অনেকে। সাথে থাকা খাবার শেষ হয়ে আসায় কিনতে হচ্ছে বাইরের খাবার। এর সুযোগ নিচ্ছে একটি অসাধুচক্র। তারা একটি পানির বোতল বিক্রি করছে ৪০ ডলারে, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় সাড়ে তিন হাজার টাকা। আর একপ্লেট ভাত খেতে গুণতে হচ্ছে ১০০ ডলার বা সাড়ে আট হাজার টাকার মতো।
দেশ ছাড়তে আসা আফগানরা জানান, কাবুল বিমানবন্দরের দিকে ভিড় বেড়েই চলেছে। দিনদিনই খারাপ হচ্ছে পরিস্থিতি। সবচেয়ে দুর্দশায় আছে নারী ও শিশুরা। অনেকের সাথে থাকা অর্থও ফুরিয়ে আসছে। এক বোতল পানিই বিক্রি হচ্ছে ৪০ ডলারে, একপ্লেট ভাত মিলবে ১০০ ডলারে। সেটি আফগানি মুদ্রায় নয় বরং ডলারের বিনিময়ে কিনতে হবে। যা, সাধারণ মানুষের সামর্থ্যের বাইরে।
/এস এন
Leave a reply