কাবুল বিমানবন্দরে হামলার দায় কার?

|

কাবুল বিমানবন্দরে আত্মঘাতী বোমা হামলার ঘটনায় তালেবানের মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদিন টুইটারে প্রতিক্রিয়া জানিয়েছেন। তিনি এই ঘটনার নিন্দা প্রকাশের পাশাপাশি বলেছেন, যে এলাকায় হামলা হয়েছে, সেটার নিরাপত্তার দায়িত্বে মার্কিন সেনারা ছিল।

কাবুলের বিমানবন্দরে হামলার ঘটনায় শিশু ও বিদেশি নাগরিকসহ ১৩ জন নিহত হয়েছে। তালেবানের দাবি এই বিস্ফোরণে তাদের কয়েকজন নিরাপত্তা রক্ষীও আহত হয়েছে। এছাড়া বেসামরিক মার্কিন নাগরিকসহ নারী ও শিশুরাও হতাহত হয়েছে। তবে কারা এই হামলাটি চালিয়েছে তা এখনও জানা যায়নি।

কাবুল বিমানবন্দরের প্রবেশ পথে পরপর দুই দফা বোমা বিস্ফোরণের তথ্য জানিয়েছে মার্কিন সংবাদ সংস্থা রয়টার্স।

যুক্তরাষ্ট্র বলছে, কাবুল বিমানবন্দরের বাইরে আত্মঘাতী বোমা হামলা ও গুলি চালানো হয়েছে। বারবার সতর্কতার মধ্যেই এ হামলার ঘটনা ঘটলো। তালেবান কাবুলের নিয়ন্ত্রণে নেয়ার পর এই প্রথম বড় ধরনের হামলা হলো।

কয়েক দিন ধরেই কাবুলের বিমানবন্দর এলাকায় জঙ্গি গোষ্ঠী আইএস হামলা চালাতে পারে বলে সতর্ক করছিল যুক্তরাষ্ট্র। এমনকি মার্কিন নাগরিকদের বিমানবন্দর এলাকা এড়িয়ে চলার আহ্বানও জানানো হয়।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply