কাবুল বিমানবন্দরে হামলাকারীদের শাস্তির হুমকি বাইডেনের

|

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। সংগৃহীত ছবি

কাবুল বিমানবন্দরে বোমা হামলাকারীদের খুঁজে বের করে উপযুক্ত শাস্তি দেয়ার হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। বৃহস্পতিবার (২৬ আগস্ট) কাবুলে জোড়া বোমা বিস্ফোরণের পর হোয়াইট হাউজে দেয়া ভাষণে এ হুঁশিয়ারি দেন তিনি।

ভয়াবহ এরই হামলার পরও কাবুলে উদ্ধার তৎপরতা শেষ করা হবে এমনটাই জানান মার্কিন প্রেসিডেন্ট। তবে, সবাইকে বের করা যাবে এমন নিশ্চয়তা দেননি তিনি। তিনি বলেন, আফগানিস্তানে জঙ্গিগোষ্ঠী আইএসের সহযোগী সংগঠন ‘ইসলামিক স্টেট ইন খোরাসান প্রভিন্স’ চালিয়েছে হামলা। কিন্তু, তাদের সাথে তালেবানের কোন যোগসাজশ বা গণ্ডগোলের প্রমাণ পাওয়া যায়নি। হামলাকারীদের খুঁজে বের করার কথা জানিয়েছেন বাইডেন। তিনি হুমকি দেন, নিরাপরাধ মানুষকে হত্যার জন্য আততায়ীদের চরম মূল্য দিতে হবে।

জো বাইডেন বলেন, হামলাকারীদের উদ্দেশ্যেই ছিল আমেরিকার ক্ষতিসাধন। এই ঘটনা ভোলা যাবে না। ক্ষমাও করা হবে না অপরাধীদের। এক-একজনকে খুঁজে বের করা হবে। নিরাপরাধ মানুষকে হত্যার জন্য হামলাকারীদের গুণতে হবে চরম মাশুল। তবে, জঙ্গিদের অপতৎপরতায় থামবে না উদ্ধার অভিযান। যে কোনো মূল্যে আটকা পড়া মার্কিনি ও দোভাষী আফগানদের সরানো হবে।

উল্লেখ্য, কাবুল বিমানবন্দরের প্রবেশ পথে দুই দফা আত্মঘাতী বোমা বিস্ফোরণে ১৩ মার্কিন সেনাসহ কমপক্ষে ৬০ জন নিহত হয়েছে, আহত হয়েছে দেড় শতাধিক।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply